শনিবার, ২৯ মার্চ ২০১৪
গরমে ক্যান্টিন কর্মচারীর মৃত্যু
Home Page » জাতীয় » গরমে ক্যান্টিন কর্মচারীর মৃত্যুকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের কর্মচারী মো. আল আমিন (২৫) শুক্রবার দিবাগত রাতে মারা গেছেন। তার দূরসম্পর্কের চাচা ক্যান্টিন মালিক বিল্লাল হোসেন দাবি করেছেন, অতিরিক্ত গরমে ঘুমের মধ্যে স্ট্রোক করে আল আমিনের মৃত্যু হয়েছে।তবে শেরেবাংলা থানা পুলিশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আল আমিনের মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শেরেবাংলা থানার এসআই ওয়াহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃত আল আমিন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কাজ করতেন। আমরা জানতে পেরেছি, রাতে কাজের পর আল আমিন ঘুমিয়ে পড়েন। সকালে তার সহকর্মীরা ঘুম থেকে জেগে আল আমিনকে ডাক দেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরে তারা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আল আমিনের লাশ উদ্ধার করে বেলা দেড়টার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ক্যান্টিনের মালিক বিল্লাল হোসেন বলেন, আল আমিনের তেমন কোনো অসুখ ছিল না। রাতে কাজ শেষ করে খেয়ে ঘুমাতে যাওয়ার সময়ও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। মনে হয়, অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৬:১০ ৫১১ বার পঠিত