শনিবার, ২৯ মার্চ ২০১৪

ফরচুনের ৫০ শীর্ষ নেতার তালিকায় ফজলে হাসান আবেদ

Home Page » আজকের সকল পত্রিকা » ফরচুনের ৫০ শীর্ষ নেতার তালিকায় ফজলে হাসান আবেদ
শনিবার, ২৯ মার্চ ২০১৪



sir_fazle_abed.jpgরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ ফরচুন ম্যাগাজিনের ‘৫০ শীর্ষ নেতা’র তালিকায় স্থান পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। পোপ ফ্রান্সিসের মতো ধর্মগুরু, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মতো রাজনৈতিক নেতা, ফোর্ড মোটরের প্রধান নির্বাহী অ্যালান মুলালি, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতো ব্যক্তিরা রয়েছেন এই তালিকার শীর্ষে।ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, ফজলে হাসান আবেদ রয়েছেন এই তালিকার ৩২ নম্বর অবস্থানে। মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি, সংগীত শিল্পী বোনো, বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা, হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, পাকিস্তানে তালেবান হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া কিশোরী মালালা ইউসুফজাইও রয়েছেন ফরচুনের এই তালিকায়। ফরচুন ম্যাগজিনে বলা হয়, মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ফিরে আসা এক কোটি শরণার্থীসহ গ্রামের দরিদ্র মানুষের কল্যাণে ব্র্যাক প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদ। “এই প্রতিষ্ঠানকে তিনি পরিণত করেছেন বিশ্বের শীর্ষ অলাভজনক প্রতিষ্ঠানে, যার এক লাখ কর্মী এশিয়া ও আফ্রিকার ১০ দেশে কোটি কোটি মানুষকে সেবা দিচ্ছে।” ১৯৭২ সালে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদ।২০১০ সালে তিনি নাইট উপাধি পান।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০৩   ৪৯৭ বার পঠিত