শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৩
লাশ সরিয়ে ফেলার আশঙ্কা স্বজনদের: মিছিলে পুলিশের লাঠিচার্জ
Home Page » ফিচার » লাশ সরিয়ে ফেলার আশঙ্কা স্বজনদের: মিছিলে পুলিশের লাঠিচার্জবঙ্গ-নিউজ ডটকম :সাভারে লাশ সরিয়ে ফেলা ও গুম করার আশঙ্কায় রানা প্লাজার সামনে স্বজনদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিদর্শনে আসা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বজনের লাশ সরিয়ে ফেলা ও গুমের অভিযোগে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে মিছিল করে আসছিল স্বজনরা। পরে রাত পৌনে দুইটার দিকে তারা রানা প্লাজার সামনে মিছিল করলে পুলিশ মিঠিলে লাঠিচার্জ করে। মিছিলকারীদের দাবি, সন্ধ্যা থেকেই লাশ সরিয়ে ফেলা হচ্ছে। এর আগে সাভারে ভবন ধ্বসের ঘটনায় স্কুল মাঠে রাখা লাশগুলো নিয়ে যেতে আঞ্জুমানে মফিদুল ইমলামকে বাধা দেয় স্বজনেরা। এ সময় তারা বিভিন্ন গাড়িও তল্লাশি করে। রাত ১২টা ২০মিনিটে যেসব লাশ সকাল থেকে বিদ্যালয় মাঠে রাখার পরেও কেউ চিহ্নিত করতে পারেনি। সে লাশগুলো আঞ্জুমানের পিকআপ ভ্যানে তুলতে শুরু করলে ট্রাজেডিতে নিহত ও চাপা পড়া শ্রমিকদের স্বজনরা লাশ তুলতে বাধা দেয়। এ সময় ওই স্কুল মাঠে অপেক্ষমাণ কয়েক শ’ স্বজন পিকআপ ভ্যানকে আটকে ফেলে।
বাংলাদেশ সময়: ৩:৪৮:২২ ৪৬৬ বার পঠিত