বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪
সাভারে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
Home Page » জাতীয় » সাভারে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় নয়ন (২০) নামের এক চালককে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার পর তার সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় একটি খালি মাঠের ভেতর থেকে ওই অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত নয়ন (২০) নেত্রকোনা জেলার সদর থানার মেদিনিগঞ্জ গ্রামের আবু চানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দত্তপাড়া মহল্লার বিরুলিয়া-রুস্তমপুর সড়কের পাশে বালুর ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিহতের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বাবা আবু চান বাংলানিউজকে জানান, নয়নসহ তাদের পুরো পরিবার আশুলিয়ার কুমকুমারী এলাকার ইমান মৃধার বাড়িতে ভাড়া থাকেন।নয়ন স্থানীয় রিপনের অটোরিক্সা ভাড়ায় চালাতো।
গত সোমবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি নয়ন। বৃহস্পতিবার খবর পেয়ে ছেলের মৃতদেহ সনাক্ত করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইকালে বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে।
তবে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪২ ৩৯৮ বার পঠিত