বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪
নিজ বাড়িতে প্রাকৃতিক উপায়ে মমি হলেন এক নারী
Home Page » এক্সক্লুসিভ » নিজ বাড়িতে প্রাকৃতিক উপায়ে মমি হলেন এক নারীবঙ্গ-নিউজ ডটকমঃপিরামিডের বিখ্যাত মানুষের মমি নয়, এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বাড়ি থেকে এক নারীর মমি পাওয়া গেছে। প্রাকৃতিকভাবেই নিজের বাড়িতে নিজেই মমি হয়ে ছিলেন মারিয়া ক্রিস্টিনা ফন্টানা। তার জন্ম ১৯৫৩ সালে।সম্প্রতি মার্সেলা ক্যালভেট নামের এক প্রতিবেশী মারিয়ার বাড়িতে গিয়ে তারই মমি দেখতে পান। গত ১০ বছরেরও বেশি সময় মারিয়াকে দেখেননি বলে জানান মার্সেলা। প্রতিবেশী মার্সেলা ভেবেছিলেন বাড়িটিতে কেউ থাকেন না। আইন অনুযায়ী, দীর্ঘদিন শূন্য পড়ে থাকায় সম্পত্তির যে অধিকার চলে আসে, সেটাই দাবি করতে গিয়েছিলেন মার্সেলা। আর বাড়িতে গিয়েই তিনি মমিটি দেখতে পান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মারিয়ার মৃত্যুর সময় এবং কিভাবে তিনি মৃত্যুবরণ করেছিলেন, তা শনাক্ত করতে মারিয়ার দেহাবশেষ নিয়ে চলছে গবেষণা। আবহাওয়ার কারণে মারিয়ার শরীরের ত্বকের টিস্যু শুষ্ক হয়ে সংরক্ষিত হয়েছিল। গবেষকরা ধারনা করছে, ৫১ বছর বয়সে মারিয়ার মৃত্যু হয়েছিল। তিনি অ্যানিউরিজম নামে একটি রোগে ভুগছিলেন। ১৯৯০ সালে তার শরীরে একবার অস্ত্রোপচারও করা হয়। এ রোগেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা। ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে, মৃত্যুর আগেও তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং এক পর্যায়ে চলার ক্ষমতা হারিয়ে ফেলেন।
ভবনটির দারোয়ান জানান, আমরা সবাই ভীষণ বিস্মিত। কারণ, ওই ভবনটির অন্যান্য ফ্ল্যাটে থাকা কোন পরিবার কখনোই তার মৃত্যুর বিষয়টি জানাননি এবং কখনও কেউ অস্বাভাবিক ও উৎকট গন্ধ পাওয়ার কথাও বলেননি। তবে,বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ ও শুষ্ক জলবায়ুর কারণে মৃতদেহ প্রাকৃতিকভাবে মমি হয়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৪:১৭:৩১ ৩৯৪ বার পঠিত