বুধবার, ২৬ মার্চ ২০১৪
পল্টনে জামায়াত কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধার
Home Page » জাতীয় » পল্টনে জামায়াত কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধাররাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, বুধবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
বঙ্গ-নিউজ ডটকমকে তিনি বলেন, পল্টনের ওই কার্যালয়ে সামনে দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি দাঁড়ানো দেখে সন্দেহ হয় টহল পুলিশের সদস্যদের।
এরপর ওই কার্যালয়ে অভিযান চালিয়ে দ্বিতীয় তলা থেকে কিছু বিস্ফোরক, বোমা সদৃশ্য একটি বস্তু, বোমা তৈরি সার্কিট এবং বিভিন্ন ধরনের লিফলেট উদ্ধার করা হয় বলে জানান ওসি।
লিফলেটের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, “তাতে নানা ধরণের শ্লোগান রয়েছে।”
ওসি জানান, অভিযানের সময় কয়েকজন কর্মচারী ছাড়া আর কেউ জামায়াতের ওই কার্যালয়ে ছিলেন না। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
গত বছরের শুরুর দিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় আসা শুরু হওয়ার পর সারা দেশে ব্যাপক সহিংসতা চালায় জামায়াতে ইসলামী। বছরের শেষ দিকে নির্বাচন সামনে রেখে নাশকতা নতুন মাত্রা পায়।
গত এক বছরে জামায়াতের বহু কর্মীকে বিস্ফোরকসহ আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬:১০:৪৪ ৩৪১ বার পঠিত