বুধবার, ২৬ মার্চ ২০১৪

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Home Page » আজকের সকল পত্রিকা » জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুধবার, ২৬ মার্চ ২০১৪



01-press_ed.jpgরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃ  স্বাধীনতার ৪৩তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা। বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবে দিনটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে।

বুধবার ভোর পৌনে ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সোয়া ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পর মুক্তিযোদ্ধা সংসদ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।

সূর্য ওঠার আগেই জাতীয় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে এই ভিড়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলীয় প্রধান হিসাবেও ফুল দেন তিনি। দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

এরপর বঙ্গবন্ধু ভবনে স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট ও খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩৩   ৩৪৬ বার পঠিত