মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪
এক টুকরো তরমুজ,প্রতিদিন
Home Page » এক্সক্লুসিভ » এক টুকরো তরমুজ,প্রতিদিনডেস্কঃপ্রতিদিন এক টুকরো তরমুজ খেলে শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল বা চর্বি গঠনে বাধাগ্রস্ত হয়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া ওজন নিয়ন্ত্রণেও তরমুজ বিশেষভাবে সাহায্য করে। আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, পর্যবেক্ষণ করে দেখা যায়, নিয়মিত তরমুজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনকি তারুণ্য ধরে রাখতেও তরমুজের জুড়ি নেই।
বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৭ ৪০৮ বার পঠিত