শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৩
সসীমের মাঝে অসীম বেদনা , সাভার ট্রাজেডি.
Home Page » এক্সক্লুসিভ » সসীমের মাঝে অসীম বেদনা , সাভার ট্রাজেডি.সনেট আকরাম, বঙ্গ-নিউজ ডটকমঃ ব্যাক্তিগত ভাবে আমি এই দেশের গার্মেন্টস ব্যবসায়ীদের খুব অপছন্দ করি, কারন আমি বিশ্বাস করি, এই গার্মেন্টস ব্যবসায়ীরা যে সব টাকা পয়সার মালিক তারা এই সব টাকা পয়সার যোগ্য না। আর অযোগ্য লোকদের হাতে প্রচুর টাকা চলে গেলে কি অবস্থা হয় গতকালের ঘটনা তার একটা ছোট্ট নমুনা মাত্র । যে লোকটি তিন বেলা খেয়ে কোনভাবে তার সংসার চালানোর স্বপ্ন দেখত সে আজকে বড় বড় গাড়িতে করে ঘুরে বেরাতে পারছে, ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুল এ পড়াশুনা করাতে পারছে, ঘরে বউ রেখে একাধিক নারীতে (বেশীরভাগ ব্যবসায়ী) বিশ্বাস করা শুরু করতে পারছে, নিজে প্রাইমারি স্কুল এর গণ্ডি না পেরুলেও বড় বড় ডিগ্রিধারী ছেলে মেয়েদের দাসদের মত ব্যবহার করতে পারছে । তাদের আর কি চাই? কিছুদিন আগে আমি এক গার্মেন্টস ব্যবসায়ী কে দম্ভ করে বলতে শুনেছি এই দেশে টাকাই সব, টাকা থাকলে যা ইচ্ছা তাই করা যায় । বড় বড় সরকারী কর্মকর্তাদের হাতের তালুতে বসিয়ে লুডু খেলা যায়, বিপদে পড়লে আইন কে নিজের মত করে গাইন বানানো যায় । ঠিক ওই সময়ে তার এ কথার মর্মার্থ বুঝতে না পারলেও সাভারের রানা প্লাজা ধ্বংসের পর ঠিকই বুঝতে পারছি । না বুঝেই এত ক্ষমতাশালী লোকটির সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগে তাকে ফোন করে কথাটা মনে করিয়ে দিয়ে বললাম, ভাই আমি ওই দিন না বুঝেই আপনার সাথে তর্ক করেছিলাম । আমি এখন ঠিক বুঝতে পারছি আপনাদের ক্ষমতা যতটুকু আপনি ওই দিন তার বিন্দুমাত্রও বলেননি। সত্যি, আপনার কথাই ঠিক । আপনাদের ক্ষমতা অসীম না হলেও অসীমের চেয়ে কোন অংশে কম নয়! আপনারাই তো পারেন এই আধুনিক যুগে প্রায় ৩০০ মানুষকে এক সাথে বৈধভাবে মেরে ফেলতে । আপনারাই তো পারেন প্রায় ৩০০০ মানুষকে এক সাথে বৈধভাবে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিতে । আপনারাই তো পারেন প্রায় ৪০০০ পরিবারকে এক সাথে রাস্তায় বসিয়ে দিতে । আপনারাই তো পারেন প্রায় ৫০০০ মানুষকে ধ্বংস করে তার পিছনে কোন এক অদ্ভুতে যুক্তি দাড় করিয়ে দিতে । এই মহুর্তে ভাবছি কি পারেন না আপনারা । আপনারা পারেন সব ই পারেন । কিন্তু পারেন না যার ঘামে আপনাদের এত বিলাসিতা তার জীবন টা কে আপনার বিশাল ড্রয়িং রুমের মেঝেতে পেতে রাখা কার্পেটের পরিমাণ মর্যাদা দিতে।
বাংলাদেশ সময়: ১:০৯:৪৬ ৫০০ বার পঠিত