সোমবার, ২৪ মার্চ ২০১৪
প্রকৃতির খেয়াল
Home Page » সংবাদ শিরোনাম » প্রকৃতির খেয়ালকলমাকান্দানেত্রকোণাসংবাদদাতাঃজেলার কলমাকান্দা উপজেলা সদর প্রাণী সম্পদ হাসপাতালে সন্ধ্যায় প্রকৃতির ব্যতিক্রমী ঘটনায় উপজেলা সদরের হরিণধরা গ্রামের প্রদীপ তালুকদার এর গাভীর ২ মাথা ওয়ালা ষাড় বাছুর অশ্র” পাচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে । এব্যাপারে সার্জন আব্দুল আওয়াল তালুকদার জানান, বাছুরটির বলিষ্ট ও ওজন বেশী থাকার ফলে মালিক নিজেই ডেলিভারীর চেষ্ঠা করে সময় ক্ষেপন করার ফলে বাছুরটি মৃত্যু হয়। গাভীটি অস্ত্রো পচারের পর সুস্থ্য আছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে শতশত নারী পুরুষ দুই মাথা ওয়ালা বাছুরটিকে দেখতে আসে।
বাংলাদেশ সময়: ২১:৪২:১০ ৩৬৮ বার পঠিত