রবিবার, ২৩ মার্চ ২০১৪

অস্ত্রোপচার শেষে হিরণ আইসিইউ’তে

Home Page » জাতীয় » অস্ত্রোপচার শেষে হিরণ আইসিইউ’তে
রবিবার, ২৩ মার্চ ২০১৪



hiron_sm_859194659.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  ঢাকার অ্যাপোলো হাসপাতালে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সদর আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হোসেন হিরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

টানা সোয়া দুই ঘণ্টা অস্ত্রোপচার শেষে আবারো আইসিইউ’তে হিরণকে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থেকে পৌনে ৩টা পর্যন্ত অস্ত্রোপচার চলে। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। ৭২ ঘণ্টা পর তিনি আশঙ্কামুক্ত কি না তা বলা যাবে।

অ্যাপোলো হাসপাতাল সূত্র জানায়, মাথার মধ্যে রক্ত জমে থাকায় ও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হিরণের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

রোববার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার রাতে বরিশাল ক্লাবের সামনে হিরণের ব্রেইন স্ট্রোক হয়। এতে তিনি ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।

হিরণের সুস্থতা কামনা করে সকাল থেকে বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত করা হয়েছে।

এছাড়া তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন- শিল্পমন্ত্রী আমির  হোসেন আমু, চিফ হুইপ আ স ম ফিরোজ, সিটি মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুস এমপি, শেখ মো. টিপু সুলতান এমপি, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ। ঢাকার অ্যাপোলো হাসপাতালে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সদর আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হোসেন হিরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।টানা সোয়া দুই ঘণ্টা অস্ত্রোপচার শেষে আবারো আইসিইউ’তে হিরণকে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থেকে পৌনে ৩টা পর্যন্ত অস্ত্রোপচার চলে। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। ৭২ ঘণ্টা পর তিনি আশঙ্কামুক্ত কি না তা বলা যাবে।

অ্যাপোলো হাসপাতাল সূত্র জানায়, মাথার মধ্যে রক্ত জমে থাকায় ও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হিরণের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

রোববার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার রাতে বরিশাল ক্লাবের সামনে হিরণের ব্রেইন স্ট্রোক হয়। এতে তিনি ঘটনাস্থলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।

হিরণের সুস্থতা কামনা করে সকাল থেকে বরিশাল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত করা হয়েছে।

এছাড়া তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, চিফ হুইপ আ স ম ফিরোজ, সিটি মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুস এমপি, শেখ মো. টিপু সুলতান এমপি, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩২   ৩৬৭ বার পঠিত