শুক্রবার, ২১ মার্চ ২০১৪

মধ্যরাতেই নামছে সেনাবাহিনী,চতুর্থ দফা উপজেলা নির্বাচন

Home Page » আজকের সকল পত্রিকা » মধ্যরাতেই নামছে সেনাবাহিনী,চতুর্থ দফা উপজেলা নির্বাচন
শুক্রবার, ২১ মার্চ ২০১৪



image_29330_0.jpgডেস্করিপোর্টঃচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটগ্রহণ রোববার। শুক্রবার মধ্যরাতেই শেষ হচ্ছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচারণা। একই সঙ্গে বন্ধ হচ্ছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। সহিংসতা এড়াতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী। পাশাপাশি পর্যাপ্ত র্যা ব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যও এসব এলাকায় টহল দেবেন।
এ ধাপের নির্বাচনে সহিংসতার মাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো ইসিকে জানিয়েছে। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে।
ইসির তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে ৪৩ জেলার ৯৩ উপজেলার মধ্যে ২৩ মার্চ ৯১ উপজেলায় ভোটগ্রহণ হবে। আদালতের নির্দেশে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শেরপুর সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। ৯১ উপজেলায় লড়ছেন এক হাজার ১৮৬ জন প্রার্থী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৭, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১১ জন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:০১   ৩৫৯ বার পঠিত