
শুক্রবার, ২১ মার্চ ২০১৪
দুর্ঘটনায় পিকনিকের বাস, আহত ৩০
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্ঘটনায় পিকনিকের বাস, আহত ৩০
রাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃসাভারের আশুলিয়ায় ট্রাকের সঙ্গে একটি পিকনিকের বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল নাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নয়ারহাটের বেলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বঙ্গ-নিউজ ডটকমকে জানিয়েছেন, আহতদের সবাই পিকনিকের বাসটিতে ছিলেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছেন।
বাংলাদেশ-ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ঢাকা মহানগর শাখা এবং বরাক এডুকেশন সাপোর্ট ট্রাস্টের সদস্যরা ছিলেন।
ঢাবির প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন, ওই বাসটিতে ত্রিপুরার কয়েকটি সংগঠনের সদস্যরা ছিলেন। তাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৫১:২৩ ৪০৪ বার পঠিত