বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪

সহিংসতা ও কারচুপি বন্ধে ইসি সম্পূর্ণ ব্যর্থ :সুজন

Home Page » আজকের সকল পত্রিকা » সহিংসতা ও কারচুপি বন্ধে ইসি সম্পূর্ণ ব্যর্থ :সুজন
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪



image_29209_0.jpgডেস্কঃউপজেলা নির্বাচনে সহিংসতা ও কারচুপি বন্ধে ইসি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনেক প্রার্থী ও প্রশাসনের অভিযোগের পরও ইসি কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। বরং তারা নীরব ভূমিকায় অবর্তীণ হয়েছে। তাদের নীরব ভূমিকা দেশবাসী উদ্বেগ্ন বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক(সুজন)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, সকল সংবাদ মাধ্যম যখন শিরোনাম করে ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচন হয়েছে আর ইসি যখন বলে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে তখন আর কী বলার থাকে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানানো হয়, প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় অনিয়ম, ভোটকেন্দ্র দখল করার মতো অভিযোগ এলেও নির্বাচন কমিশন কার্যত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। গত ১৫ মার্চ তৃতীয় দফা উপজেলায় প্রথম দু’দফার অনিয়ম আগের সব অভিযোগকে ছাপিয়ে গেছে।সুজন অভিযোগ করে, সুষ্ঠু নির্বাচন ও ভোট জালিয়াতি রোধে সংবিধান ও রাষ্ট্র যথেষ্ট ক্ষমতা দিলেও কমিশন তা প্রয়োগ করছে না।

সুজনের সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে যা যা করণীয় তা সবই করতে পারবে। এমনকি আইন ও বিধি-বিধানের সংযোজন করতে পারবে।

কিন্তু গত তিন দফা উপজেলা নির্বাচনে ইসির ভূমিকা দেখে মনে হচ্ছে, সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছে না। নির্বাচনী সহিংসতা বন্ধে কমিশিনের নিশ্চুপ ও নিরুত্তাপ ভূমিকা আমাদের বোধ্যগম নয়। উপরন্তু প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এক মাসের ছুটিতে যাওয়া পরিস্থিতিকে আরো ঘণীভূত করেছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চলমান সহিংসতা বন্ধ করতে না পারলে দেশে নারকীয় পরিস্থিতি তৈরি হতে পারে। আর এ পরিস্থিতিতে উগ্রবাদের বিস্তার ঘটাও অস্বাভাবিক নয়। তাই দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হলে কমিশনকে সকল বির্তকের উর্ধ্বে থাকতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, এরশাদের আমলে তামাশার নি্র্বাচন হতো। গত কয়েকটি নির্বাচিত সরকারের আমলে সেখানে থেকে বের হয়ে আসার চেষ্টা চললেও এবারের উপজেলা নির্বাচনে আমরা আবার সেই এরশাদের সময়ের দিকে ধাবিত হচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ ও জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ২০:০৭:৫১   ৪৬৭ বার পঠিত