বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
Home Page » আজকের সকল পত্রিকা » রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছেবঙ্গ-নিউজডটকমঃ কারাগারে আটক পাঁচ ট্রাক চালকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের ফলে রাজশাহী থেকে রাজধানী ঢাকাসহ সব রুটের বাস, ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে চাপ পড়েছে ট্রেনে। সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। তবে টিকিট সঙ্কটের কারণে অনেকে মাইক্রোবাস, সিএনজি ও হিউম্যান হলারের মাধ্যমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে বার বার সমঝোতার কথা বললেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, পরিবহন শ্রমিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে শিগগিরই তাদের সঙ্গে আলোচনা করবে জেলা প্রশাসন। উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
এর আগে গত ১১ মার্চ দুপুরে রাজশাহী মহানগরীর সিমলা ও পবার সোনাইকান্দি এলাকার দুই বালুমহলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহলের দুই ম্যানেজার ও পাঁচ ট্রাক চালককে কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহানগরীর তালাইমারীসহ বিভিন্ন প্রবেশ মুখে ওইদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেরিকেড দেয়। পরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা পরিবহন শ্রমিকদের শান্ত করলে তারা বেরিকেড তুলে নেয়।
ওই ঘটনায় মোহাম্মদ সেলিম, মতিউর রহমান, আবদুল বারী, তৌহিদুল ইসলাম ও বেলাল হোসেন নামে পাঁচ ট্রাক চালক এক মাসের সাজায় বর্তমানে কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:০৮:০০ ৪৬৩ বার পঠিত