বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪

সেই বিমান চালকের রেকর্ড ফাইল গায়েব!

Home Page » আজকের সকল পত্রিকা » সেই বিমান চালকের রেকর্ড ফাইল গায়েব!
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪



image_29129_0png.jpgডেস্কঃনিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ ৩৭০-এর চালক ক্যাপ্টেন জহুরি আহমদ শাহের রেকর্ড ফাইল মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ। সেই ফাইলে তার পূর্ববর্তী ফ্লাইটসমূহের সমস্ত তথ্য সংরক্ষিত ছিলো।
মালয়েশিয়ার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা খালিদ আবু সায়িদ জানান, গত ৩ ফেব্রুয়ারি জহুরি আহমদ শাহের তথ্য রেকর্ড ফাইল কে বা কারা মুছে ফেলেছেন।
এখন তদন্তকারীরা পুনরায় তার ফাইলটিকে নতুন করে সমৃদ্ধ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হুসাইন।
প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, “দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্যাপ্টেন জহুরি আহমদ শাহকে আমরা নির্দোষ বলেই ধরে নিবো। আমরা এখন পর্যন্ত তার কোনো অস্বাভাবিক কার্যক্রম পাইনি। তার পরিবারের সদস্যরাও তদন্তের কাজে যথেষ্ট সাহায্য করছেন।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, ফাইল মুছে যাওয়া কোনো অস্বাভাবিক কাজ নয়। কম্পিউটারের মেমরি স্বল্পতার কারনেও এটা হতে পারে।তদন্ত কর্মকর্তারা ফাইলের মুছে যাওয়া তথ্য ফিরিয়ে এনে বিমান নিখোঁজের কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না খতিয়ে দেখছেন।

গত ৮ মার্চ মধ্যরাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইটি ২২৭ যাত্রী ও ১২ ক্রুসহ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয়। যাত্রা শুরুর ঘণ্টা-খানেকের মধ্যে এটি নিখোঁজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৫৭   ৩৯২ বার পঠিত