বুধবার, ১৯ মার্চ ২০১৪

খালেদার বিরুদ্ধে দুই মামলায়অভিযোগ গঠন

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদার বিরুদ্ধে দুই মামলায়অভিযোগ গঠন
বুধবার, ১৯ মার্চ ২০১৪



image_29074_01.jpgডেস্করিপোর্টঃজিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলা দু’টিতে সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার শুরু হলো। দুই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১শে এপ্রিল দিন ধার্য্য করা হয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব বুধবার এ আদেশ দেন। এরআগে খালেদা জিয়ার সময় আবেদন নাকচ করে দেয় আদালত। এ আদেশের পরপরই এজলাস কক্ষে শুরু হয় হট্টগোল। এ অবস্থায় বিচারক এজলাস ছেড়ে উঠে চলে যান। পরে খালেদা জিয়ার আইনজীবীরা বিচারকের খাস কামরায় সাক্ষাৎ করেন। মামলায় হাজিরা দিতে বেলা একটায় আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। নিম্ন আদালতে রোববার মামলা দু’টির চার্জ শুনানির দিন ধার্য্য ছিল। কিন্তু অসুস্থতাজনিত কারণে আদালতে আসতে না পারায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লা মিয়া।
এর আগে বিভিন্ন কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ পর্যন্ত ৪১ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১১ বার চার্জ শুনানি জন্য সময়ের আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এদিকে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও আইনজীবীরা জড়ো হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৯:০৪   ৩৯০ বার পঠিত