মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪

টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন জয়াবর্ধনেও

Home Page » ক্রিকেট » টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন জয়াবর্ধনেও
মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪



jayabardhen_bg_287787676.jpgবঙ্গ নিউজ ডট কমঃ টি-টোয়েন্টির আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ২০ ওভারের ক্রিকেটে আর দেখা যাবে না এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। আগের দিন তার সতীর্থ কুমার সাঙ্গাকারাও অবসর নেওয়ার কথা জানান।জয়াবর্ধনে আগের চারটি আসরেই খেলেছেন, আর পঞ্চমটি দিয়ে শেষ হতে যাচ্ছে তার আরেকটি অধ্যায়। সোমবার আইসিসি টুইটারে এই খবর নিশ্চিত করেছে,‘ব্রেকিং- বিশ্ব টি-টোয়েন্টি ২০১৪ শেষে কুমার সাঙ্গাকারার সঙ্গে অবসরে যাচ্ছেন আরেক এসএল লিজেন্ড মাহেলা জয়‍াবর্ধনে।’

কলম্বোর ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান ৪৯টি টি-টোয়েন্টি খেলে ৩১.৭৮ গড়ে রান করেছেন এক হাজার ৩৩৫, স্ট্রাইক রেট ১৩৪.১৭। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তার। ২০১০ সালের বিশ্বকাপে গায়ানায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি। আর ক্রিকেটের তিন ফরম্যাটেই ছয় সেঞ্চুরিয়নের একজন তিনি। হাফ সেঞ্চুরি আছে আটটি।

২০১২ সালের বিশ্বকাপ ফাইনালে যেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জয়াবর্ধনে। এরপরই অ্যাঞ্জেলো ম্যাথুসকে অধিনায়কত্ব বুঝিয়ে দেন। সাঙ্গাকারার মতোই ডানহাতি এই ব্যাটসম্যান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি২০ খেলতে চান। আর ফর্ম ও ফিটনেস থাকা পর্যন্ত খেলে যেতে চান টেস্ট। দলের জন্য অবদান রাখতে চান ২০১৫ সালের বিশ্বকাপেও।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৯   ৪১৫ বার পঠিত