মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
বিয়ে নিয়ে চিন্তার কিছু নেই: স্বাগতা
Home Page » বিনোদন » বিয়ে নিয়ে চিন্তার কিছু নেই: স্বাগতাবঙ্গ নিউজ ডট কমঃ চঞ্চল প্রকৃতির মেয়ে স্বাগতা। নৃত্য, গান, অভিনয়, উপস্থাপনাসহ প্রায় সবকিছুতেই ভাগ্য যেন তাকে ইচ্ছে করেই স্বাগতম জানিয়েছে। তাই তো শোবিজ অঙ্গনে সবশ্রেণীর ভক্তই রয়েছে তার। নাট্যাঙ্গনে যখন প্রতিনিয়ত নতুন শিল্পীদের আনাগোনা তখনও নিজের অবস্থান বেশ শক্ত করেই টিকিয়ে রেখেছেন এই শিল্পী। ক্যারিয়ারের বেড়াজালে জীবন নিয়ে বেখায়লিপনা রয়েই গেছে তার। তাই তো পরিকল্পনাহীন জীবনে মোটেও চিন্তিত নন জিনাত শানু স্বাগতা। এমনকি বিয়েটাও তাকে খুব বেশি স্পর্শ করে না।‘অপূর্বা’, ‘উদর পিন্ডি বুধোর ঘাড়ে’, ‘এলেবেলে’, ‘অন্দর মহল’সহ বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করছেন। সম্প্রতি ‘ধন্যি মেয়ে’ শিরোনামের আর একটি ধারাবাহিকের শুটিং স্পটে দেখা হয় তার সাথে। সেখানেই জানা হয় কেমন যাচ্ছে তার বর্তমান সময়?
‘আমার শুধু বর্তমান নয় সব সময়ই খুব ভালো যায়। এখন ধন্যি মেয়ে নিয়ে ব্যস্ত আছি। খারাপ কি।’ তাহলে ধন্যি মেয়ে স্বাগতার সম্পর্কে কিছু জানতে চাই।
‘এটা একটা ফ্যামিলি ড্রামা। যেখানে আমি ডাক্তার হতে চাই। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এককথায়, আমি সমাজসেবা এবং দায়িত্বশীল মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’
ধন্যি মেয়ে স্বাগতা আর বাস্তবের স্বাগতার পার্থক্য কতটুকু? ‘খুব বেশি না। ধন্যিমেয়ের সাথে আমার ভেতরের চরিত্রের মিল আছে। আমি সত্যিই দায়িত্বশীল তবে কাজের দিক থেকে। কিন্তু এটা ঠিক; বাস্তবে স্বাগতা অনেক বেশি দুষ্টু আর চঞ্চল।’
অনেক নাটকে স্কুল ছাত্রীর চরিত্রেও আপনি বেশ মানানসই- ‘বিষয়টা একেবারেই আল্লাহ প্রদত্ত। আমার সাথে বাচ্চাদের একটা অন্যরকম মিল আছে। তারা কোন কিছু চিন্তা করে, করে না। আমিও করি না। একারণেই এই চরিত্রটি আমি করতে খুব পছন্দ করি। আর আমার মনে হয় দর্শকও ঐ ধরনের চরিত্রে আমাকে দেখতে পছন্দ করে।’
বাচ্চাদের মত কি তাহলে খেলাও পছন্দ করা হয়? ‘অবশ্যই। আই লাভ ক্রিকেট। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে অনেক জোশ খেলা প্রত্যাশা করছি।’
একটু অন্য প্রসঙ্গ। আপনার গানের কি খবর? ‘চলছে। তবে আগের মত নয়। বর্তমানে আর টিভিতে পজেটিভ ভিভাইজ নামের একটি মিউজিক প্রোগ্রাম করছি। কিন্তু দর্শককে বলছি একটু অপেক্ষা করুণ। ভালো কিছু গান নিয়ে আসব।’
গান, অভিনয়, উপস্থাপনা কোনটাতে স্বাগতা পারফেক্ট? ‘গান আমার ইমোশন! অভিনয়টা প্রফেশন। আর উপস্থাপনায় দর্শকের সঙ্গে যোগাযোগটা ভালো হয়। মূল ব্যাপার হলো আমি সবকিছুই এনজয় করি।’
সিনেমাতে কি আর স্বাগতাকে দেখবেই না দর্শক? ‘অবশ্যই দেখবে। সিনেমা দিয়েই তো দর্শকের কাছে পরিচিত হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভালো মানের সিনেমার প্রস্তাব না আসলে আর চলচ্চিত্রে ফিরব না। তবে এখন ভালো পরিচালক চলচ্চিত্রে এসেছেন। এখন হয়তো কিছু একটা করব।’
সবই তো হলো। বিয়েটা…
‘বিয়ে নিয়ে চিন্তার কিছু নেই। যা হবার তাই হবে। তবে হ্যাঁ। আমি অবশ্যই এমন কাউকে বিয়ে করব না, যে আমাকে বা আমার পেশাকে বুঝবে না।’
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪২ ১৮৪৫ বার পঠিত