মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪

রিহ্যাব ফিয়ার শুরু ২০ মার্চ

Home Page » অর্থ ও বানিজ্য » রিহ্যাব ফিয়ার শুরু ২০ মার্চ
মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪



index2.jpgবঙ্গ নিউজ ডটকম : আগামী ২০ মার্চ থেকে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী রিহ্যাব ফেয়ার ২০১৪। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে।প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে মেলাটি অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় এবার তা সম্ভব হয়নি। এবারের মেলায় সর্বমোট ১৫৫টি স্টল থাকছে। এর মধ্যে ১৪১টি রিহ্যাব সদস্য ও ১৪টি অন্যান্য প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসাবে অংশ নিবে।

আজ সোমবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স মিলনায়তনে রিয়াল স্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন্স অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মো: আবদুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব লিয়াকত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক অহেদুজ্জামানসহ রিহ্যাব কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় প্রবেশ মূল্য হিসেবে সিঙ্গেল ৫০ টাকা ও মাল্টিপল ১০০ টাকা র্নিধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৬   ৪৪৯ বার পঠিত