মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-নেপাল: খোশ মেজাজে টাইগাররা
Home Page » ক্রিকেট » সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-নেপাল: খোশ মেজাজে টাইগাররাবঙ্গ-নিউজঃ বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তাক লাগানো সূচনা করেছে টাইগাররা। বিশেষ করে বোলিং, ফিল্ডিং বিভাগে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিকরা। সাফল্যের এ ধারা পুরো টুর্নামেন্ট জুড়েই ধরে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিক।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জহুর আহম্মদ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা। ম্যাচের আগে দলের অবস্থা সম্পর্কে জানতে চাইলে অধিনায়ক বলেন, গত ২-৩ বছর আমরা যেমন খেলেছি, সে তুলনায় গত ২-৩ মাসে সেভাবে রেজাল্ট আসেনি। ফলে পজেটিভ কিছু ফল আসতে শুরু করায় এখন সবার আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে।
ভালোর ধারাতেই সন্তুষ্ট থাকতে চান না মুশফিক। সোমবার পরিষ্কার বলে দিলেন, নিজেরাই ছাড়িয়ে যেতে চান নিজেদের অতীতের ভালোর সীমানায়। আর মুশফিক মনে করেন সেটা একমাত্র সম্ভব দলকে উজ্জীবিত রাখার মাধ্যমে। এই সীমানা ছাড়ানোর প্রথম পদক্ষেপ হিসাবে যে কোনো মূল্যে সুপার টেন এর চৌকাঠ মাড়াতে চান মুশফিক।
তিনি বলেন, ব্যাটিং-বোলিং, ফিল্ডিংসহ সব ডিপার্টমেন্টেই ছেলেরা অনবদ্য খেলা খেলেছে। আমরা চাই দলের এই উজ্জীবিত অবস্থাটা যেন না হারায়।
বাংলাদেশ সময়: ১২:২৮:২০ ৪১৭ বার পঠিত