মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
২১ দিন মাছি খেয়ে
Home Page » আজকের সকল পত্রিকা » ২১ দিন মাছি খেয়েবঙ্গ-নিউজঃমাছি খেয়ে টানা ২১ দিন ক্ষুধা নিবারন করেছেন দানিয়েল ডুথসিজ নামক ২৬ বছর বয়সী এক জার্মান পর্যটক। ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পরিব্রাজনকালে পথ হারিয়ে ফেলেন ২৬ বছর বয়সী এই পর্যটক। দেশটির এক পুলিশ কর্মকর্তা বলেন, উদ্ধার পাওয়ার পর দানিয়েল ডুথমিজ মজা করে বলেন, এভাবে আর অস্ট্রেলিয়ায় পথ হারাতে চান না তিনি। কারণ অতিরিক্ত প্রোটিনের জন্য বেশি মাছি খাওয়া যায় না। মাছি খেয়ে থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, ডুথসিজ খুব ক্ষুধার্ত ছিলেন। কিন্তু তার প্রাণশক্তি ছিল অটুট। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এক অনুর্বর এলাকার এক খরস্রোতা নদীর কূল থেকে গত ৬ মার্চ তাকে উদ্ধার করেন এক মোটরবাইক আরোহী। হারিয়ে যাওয়ার সময় দানিয়েলের সঙ্গে অল্প কিছু ভাজা শিমের বিচি আর কিছু গমের দানা ছিল যা দ্রুতই শেষ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ৮:৫৪:২৯ ৪০৬ বার পঠিত