মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
জয়ঃ সব নির্বাচন দলীয়ভাবে করা উচিত……
Home Page » জাতীয় » জয়ঃ সব নির্বাচন দলীয়ভাবে করা উচিত……বঙ্গ-নিউজঃবিদ্যমান উপজেলা আইন বাতিল করে সব নির্বাচন দলীয়ভাবে করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দশ মিনিটের বক্তব্য শেষ হয়ে ।
জয় বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল এমন হওয়ার আরেকটি কারণ ঐতিহাসিক ‘স্বৈরাচার।’ স্বৈরাচারীরা উপজেলা নির্বাচন নির্দলীয় করেছে। অথচ উপজেলা নির্বাচনের ফলাফল হিসেব করা হয় আওয়ামী লীগ, বিএনপিকে কয়টিতে জয়লাভ করেছে। এমনকি নির্দলীয় নির্বাচনের সুযোগে আদালত নিষিদ্ধ জামায়াতও নির্বাচন করা সুযোগ পাচ্ছে। এটা লজ্জার। এ নির্বাচন কিভাবে নির্দলীয় হয় তা জয়ের প্রশ্ন?
জয় বলেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, ভারতসহ কোথাও কোনো নির্দলীয় নির্বাচন নেই। তাই আমাদের স্বৈরাচারীদের আইন বাতিল করে ফিরে যাওয়া উচিত, সব নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত।
এর আগে পীরগঞ্জের ফতেহপুরে বাবা ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন সজীব ওয়াজেদ জয়।
সকাল তিনি পারিবারিক কবর জিয়ারত করেন। কবর জিয়ারত জয়সদনের পাশেই এক কর্মীসভায় যোগদান করেন। কর্মীসভার শুরুতে বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন জয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কর্মীসভার আয়োজন করেন।
বাংলাদেশ সময়: ০:৪১:০৬ ৪৮৮ বার পঠিত