সোমবার, ১৭ মার্চ ২০১৪

কিশোরগঞ্জে অগ্নিকান্ড, ১৫ দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

Home Page » আজকের সকল পত্রিকা » কিশোরগঞ্জে অগ্নিকান্ড, ১৫ দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
সোমবার, ১৭ মার্চ ২০১৪



image_28716_0.jpgবঙ্গ-নিউজডেস্করিপোর্টঃকিশোরগঞ্জের বড় বাজারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।
পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, ১৬ মার্চ রোববার রাত সাড়ে ১২টায় কিশোরগঞ্জ শহরের বড় বাজার শাহাবুদ্দিন মসজিদের পাশে ছাতার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মুর্হুতের মধ্যে আগুন আশপাশের বিভিন্ন দোকান ও বাসাবাড়ি ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ৪টি পাইবের দোকান, ৩টি ছাতার, ২টি পুরাতন কাপড়ের, ৪টি প্লাস্টিকের, ২টি পুরাতন কাপড়ের গোদাম, দোকানের সাথে ঘেষা রূপালী ব্যাংকের জানালা ও পেছনে ২/৩টি বাসাবাড়িসহ অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়। পাশে থাকা বড় বাজার শাহবুদ্দিন জামে মসজিদের জানালা ও কয়েকটি এসি পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব ও গফরগাও থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায়, প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর সময় সাংবাদিক মো. এস. হোসেন আকাশসহ অন্তত ১০/১২জন আহত হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণনাথ সাহা তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা আগুনে অন্তত ১কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন।
বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান জানান, আগুনে ১৫টি দোকান মালামালসহ পুরোপুরি পুড়ে গেছে।
এ সময় জেলা প্রসাসক এস.এম. আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেকসহ পুলিশ ও জেলা প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১১:১৫:০৯   ৪২৬ বার পঠিত