বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৩
সাভার ট্রাজেডি: তাড়াশের সোহেল-আহাদ নিখোঁজ
Home Page » ফিচার » সাভার ট্রাজেডি: তাড়াশের সোহেল-আহাদ নিখোঁজবঙ্গ-নিউজ ডটকম :বুধবার সকালে রাজধানীর সাভার বাসস্ট্যান্ডে বহুতল ভবন রানা প্লাজা ধসের ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সোহেল (২৫) ও আহাদের (১৮)। তারা ওই ভবনে অবস্থিত একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। বুধবার সকালে তারা কর্মস্থলে যাওয়ার এক ঘণ্টা পর ভবনটি ধসে পড়ে। নিখোঁজ সোহেল তাড়াশ মাদ্রাসা পাড়ার হোসেন আলীর ছেলে এবং আহাদ উত্তরবাগের আব্দুল মিয়ার ছেলে। তাদের পরিবারে এখন চলছে শোকের মাতম। ঢাকায় কর্মরত আহাদের ভগ্নিপতি আলম বৃহস্পতিবার সকালে বঙ্গ-নিউজকে জানান, সকালে ওরা দু’জনই কারখানায় কাজে চলে যান। ভবন ধসের পর থেকে তাদের আর কোনো খবর নেই। এ পর্যন্ত জীবিত ও মৃত অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তারা নেই। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে, এ খবর তাড়াশে ছড়িয়ে পড়লে তাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আহাজারি শুরু হয়। সোহেল ও আহাদের পরিবারের লোকজন বুধবারই ঘটনাস্থলে গেছেন। এছাড়া আগে থেকে ঢাকায় অবস্থানরত আত্মীয়-স্বজনরা তাদের খোঁজে দুর্ঘটনাস্থলেই রয়েছে। উল্লেখ্য, বুধবার রানা প্লাজা ধসের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে দেড়হাজার মানুষকে। উদ্ধার কাজ চলছে। আরো অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩:৫৮:৪২ ৫৩৬ বার পঠিত