শুক্রবার, ১৪ মার্চ ২০১৪

চাষীদের বাম্পার ফলনের আশা ,আমের মুকুলের সমারোহ,

Home Page » আজকের সকল পত্রিকা » চাষীদের বাম্পার ফলনের আশা ,আমের মুকুলের সমারোহ,
শুক্রবার, ১৪ মার্চ ২০১৪



image_28263_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃকুষ্টিয়ায় আম গাছে মুকুল আসতে শুরু করেছে। আমের আগাম মুকুল জানিয়ে দিচ্ছে মধুমাস আসছে । এক মাস আগেই আবহাওয়া জনিত কারণে আমের মুকুল আসতে শুরু করেছে। প্রতিটি গাছেই
পুরোপুরি ভাবে মুকুল ফুটতে শুরু করেছে । আগাম মুকুল আসতে শুরু করায় আম চাষীরা পরিচর্যা শুরু করে দিয়েছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে চাষি ও বাগান মালিকরা আশা করছেন।
কুষ্টিয়ার ভেড়ামারা,মীরপুর, খোকসা, কুমারখালি, দৌলতপুর ও সদর উপজেলায় আম চাষ করছে । কুষ্টিয়ার সদর উপজেলার বলরামপুর গ্রমের আম চাষী সাহেদ ফ্রাজী ও সাব্বির জানান, আমগাছে মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলন ঘটবে হবে। কুষ্টিয়া কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান জানান, আগাম যেসব গাছে আগাম মুকুল আসা শুরু করেছে এটা আবহাওয়া ও জাতের জন্য । তিনি বলেন, প্রতি বছর আম বাগানের সংখ্যা কুষ্টিয়ায় ক্রমে বেড়েই চলেছে । বিশেষ করে লেংড়া, আর্শ্বিনা,হিম, ফজলি, সাগর দাড়ি, মোহনা,রুপালী,রাজভোগ,কাচামিঠা ও হাইব্রিড জাতের আম রুপালি,সুবর্ণরেখা ছাড়াও বিভিন্ন প্রজাতির আম চাষ শুরু করেছে । তিনি আরো জানান, বর্তমানে আম চাষ করে অনেকে সাবলম্বি ।

বাংলাদেশ সময়: ১৫:১৭:০৪   ৩৬৩ বার পঠিত