বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪

ব্যাস্ত সময় কাটাচ্ছেন ডিজে তানভীর

Home Page » বিনোদন » ব্যাস্ত সময় কাটাচ্ছেন ডিজে তানভীর
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪



379306_311167415668747_1672066208_n.jpg(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: উদীয়মান ডিস্কো জকিদের মধ্যে ডিজে তানভীর বেশ জনপ্রিয়।
ফেনী জেলার শহরের রামপুরে তার নিজ বাড়ী। ২০০৮ সালে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন তিনি। তারপর ঢাকায় এসে ফার্মগেটে অবস্থিত আইডিয়াল কমার্স কলেজে ভর্তি হন। ২০১০ সালে কৃতিত্তের সাথে এইচ,এস,সি পাশ করেন। ২০১০ সালে ঢাকার উত্তরায় অবস্থিত শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং এ ভর্তি হন। পড়া-লেখার পাশা পাশি ডিস্কো জকিতে সময় দেয়া শুরু করেন তানভীর।
ইদানিং খুব ব্যাস্ত সময় কাটাচ্ছেন ডিজে তানভীর। এই সপ্তাহে তার হাতে চারটি প্রোগ্রাম রয়েছে বলে জানা যায়। রেডিশ এন্টারটেইনমেন্ট এর স্পন্সরে চলতি সপ্তাহে গাজীপুরে ডিজে শো আছে বলে তিনি বঙ্গ-নিউজ ডটকম কে জানান।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৩   ৪৪৮ বার পঠিত