বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪

প্রধানমন্ত্রী: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সচেষ্ট

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সচেষ্ট
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪



image_28135_0.jpgডেস্কঃমানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় আরো বেশি সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করতে এসে এ নির্দেশ দেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং কাজের তদারকি করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশের যৌথ প্রচেষ্টায় মাদক চোরাচালান, নারী ও শিশু পাচারের মতো অপরাধ রোধ করা সম্ভব।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩:৫০:২৬   ৪৩১ বার পঠিত