বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪

খন্দকার মোশাররফকে দুদকে জিজ্ঞাসাবাদ

Home Page » জাতীয় » খন্দকার মোশাররফকে দুদকে জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪



images_29058_29080.jpgমুদ্রা পাচার মামলায় গ্রেফতার হওয়া বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ড. মোশাররফকে রমনা থানা থেকে সেগুন বাগিচার দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছেন দুদক উপ-পরিচালক আহসান আলী।

দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ শেষে আজই তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেওয়া হবে। আরো জিজ্ঞাসাবাদের জন্য মোশাররফের রিমাণ্ড চাওয়া হতে পারে বলে সূত্র জানায়।

উল্লেখ্য, ২০০১-০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন ও বিদেশে মুদ্রা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদক পরিচালক নাসিম আনোয়ার। মামলায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকার বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়।

বুধবার রাতে এ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। রাত ১০টা ২৫ মিনিটে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের ২৯ নম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে রমনা থানায় আনা হয়।

বাংলাদেশ সময়: ১১:২৫:৪১   ৩৬৫ বার পঠিত