বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪

শাবিতে শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

Home Page » জাতীয় » শাবিতে শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪



index_29071.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে পাঁচ শিবির কর্মী আহত হয়। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শাখা ছাত্র শিবিরের ডাকা দ্বিতীয় দিনের ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। মিছিলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে শিবির নেতাকর্মীকে ছত্রভঙ্গ করার চেষ্টার করলে এক পর্যায়ে শিবির-পুলিশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ত্রিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে পাঁচ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। এ সময় শিবির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে প্রতিহতের চেষ্টা করে।ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পুলিশের বেশ কয়েকটি ভ্যান টহল দিতে দেখা গেছে।

প্রসঙ্গত, শাখা ছাত্রশিবিরের ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রশিবিরের ডাকা ছাত্র ধর্মঘটের দ্বিতীয় দিন আজ।

বাংলাদেশ সময়: ১০:৩২:৩৮   ৩৬২ বার পঠিত