বুধবার, ১২ মার্চ ২০১৪
‘পারমাণবিক-কয়লা বিদ্যুতে অগ্রাধিকার দিয়েছে সরকার’
Home Page » আজকের সকল পত্রিকা » ‘পারমাণবিক-কয়লা বিদ্যুতে অগ্রাধিকার দিয়েছে সরকার’বঙ্গ-নিউজ ডটকম:সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।আজ বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদকে এ কথা জনান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমান সরকারের চলতি মেয়াদে অর্থনেতিক প্রবৃদ্ধি বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে অর্থনৈতিক দিক হতে গুরুত্বপূর্ণ ছয়টি প্রকল্পকে অগ্রাধিকার প্রদান করেছে। ফার্স্ট ট্রাকভুক্ত প্রকল্প ছয়টি হলো- পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মাস ট্রাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন মেট্রো রেল প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর-কক্সবাজার প্রকল্প এবং এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এছাড়া আমাদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনায় উল্লেখযোগ্য লক্ষ্য হলো, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের দিকে উন্নত সুসভ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা, ২০১২ সালের মধ্যে দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ১৩ শতাংশে নামিয়ে আনা।’
বিদ্যুতের বর্তমান উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেগাওয়াট থেকে উন্নীত করে ২৪ হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বর্তমানে ভারত হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার আলোচনা চলছে। এছাড়া, ২০৩০ সালের মধ্যে প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান ও মায়ানমার হতে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
এর আগে বিকেলে স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের নির্ধারিত দিনের কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ সময়: ২০:২৪:৫৯ ৩৯১ বার পঠিত