বুধবার, ১২ মার্চ ২০১৪
দুর্গাপুরে জলসিঁড়ি পাঠাগারে কবি নির্মলেন্দু গুণের সর্ম্বধনা
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে জলসিঁড়ি পাঠাগারে কবি নির্মলেন্দু গুণের সর্ম্বধনাস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুনকে সম্বর্ধিত করা হয় বুধবার।
২০১২ সালে ১৬ ডিসেম্বর দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিক দীপক সরকার জলসিঁড়ি পাঠাগার নামে একটি পাঠাগার তৈরী করেন। এই পাঠাগারে গ্রামের শিশু কিশোর থেকে বয়স্ক লোকও বিভিন্ন বই, পত্র পত্রিকা প্রত্যহ পড়াশুনা করেন। এই উদ্যোগকে জেলাবাসী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,লেখক,কবি ও সাংবাদিক মহলে প্রশংসার দাবীদার হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুণকে সম্বর্ধিত করে জলসিঁড়ি পরিবার। জলসিঁড়ি প্রাঙ্গনে সম্বর্ধনা অনুষ্ঠানে জলসিঁড়ি পাঠাগারের উপদেষ্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেশবরেণ্য কবি নির্মলেন্দু গুন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা স্বপন হাজং,ভাস্কর অখিল পাল, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা,দীপক সরকার, কবি লোকান্ত শাওন,সজিম আহম্মেদ,জামাল তালুকদার প্রমূখ। অনুষ্টান শেষে কবি জলসিঁড়ি পাঠাগারে নব নির্মিত নিজের ভাস্কর্য দেখে অভিভূত হন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৩ ৫৫০ বার পঠিত