বুধবার, ১২ মার্চ ২০১৪
এরশাদ: যেকোনো সময় নির্বাচন, প্রস্তুত থাকুন
Home Page » আজকের সকল পত্রিকা » এরশাদ: যেকোনো সময় নির্বাচন, প্রস্তুত থাকুনবঙ্গ-নিউজডটঃকমযেকোনো সময় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেই নির্বাচনে অংশ নিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।
এরশাদের বনানীর কার্যালয়ে দলের ‘বঞ্চিত’ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুদ্ধদার সভায় তাদের উদ্দেশে এরশাদ বলেন, যারা আমার কথায় নির্বাচন করেনি তাদের দলে মূল্যায়ন করা হবে। আগামী নির্বাচনে তাদের প্রাধান্য দেওয়া হবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে এরশাদের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহারকারী নেতাদের এ সভা ডাকা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। মনোনয়নপত্র জমা দিয়েও গত ৩ ডিসেম্বর আকস্মিক নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন এরশাদ। দলের মনোনয়নপ্রাপ্তদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে তিনি নির্দেশ দিয়েছিলেন।
রওশন এরশাদের নেতৃত্বে ৮৫ জন নির্বাচনে অংশ নিলেও এরশাদের নির্দেশে ১৫৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
তারা মনোয়ন প্রত্যাহার করলেও এরশাদসহ দলের প্রায় সব শীর্ষ নেতা এমপি হয়েছেন। বিরোধী দলের পাশাপাশি সরকারে যোগ দিয়েছে জাতীয় পার্টি। এরশাদ নিজেও মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা ‘বঞ্চিত’ হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৮ ৪০৬ বার পঠিত