মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান মিলেছে

Home Page » প্রথমপাতা » মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধান মিলেছে
মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪



biman-1_1vthumbnail.jpgবঙ্গ-নিউজ ডটকমঃমালয়েশিয়ার নিখোঁজ জেট বিমানের সন্ধান মিলেছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে র‍্যাডারে নিখোঁজ বিমানের সংকেত পাওয়া গিয়েছে। মালাক্কার স্ট্রেটের কাছে এর|

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির সংকেত মিলেছে বলে দাবি তাদের।

মালয়েশিয়া সেনার তরফে জানানো হয়েছে, প্রায় চার দিন ধরে ২৩৯ জন যাত্রী সমেত নিখোঁজ থাকা বিমানটি মালাক্কার কাছে একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগ করে। গত শুক্রবার কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হয়।

আজ মঙ্গলবার মালয়েশিয়া সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

এদিকে, গত রোববার থেকে চিনের ১০টি শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির উপগ্রহ, মালয়েশিয়া-সহ বেশ কয়েকটি দেশের ২২টি উড়োজাহাজ আর ৪০টি যুদ্ধজাহাজও নিখোঁজ এমএইচ৩৭০-কে খুঁজে বের করতে জোর চেষ্টা চালায়।

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৬   ৩৭৫ বার পঠিত