মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪
চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় ১১ ছাত্রলীগ নেতা কারাগারে
Home Page » জাতীয় » চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় ১১ ছাত্রলীগ নেতা কারাগারেকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ বিস্ফোরক দ্রব্য মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতিসহ ১১ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১টায় চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক শেখ মো. আমিনুল ইসলাম আসামিদের করা জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় জেলা শহরের ইমপ্যাক্ট হাসপাতালের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক জোর্য়াদ্দারসহ কয়েকজন ছাত্রলীগ কর্মীদের ওপর বোমা হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় খালিদ হাসান নামের এক ছাত্রলীগকর্মী বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চৌধুরী জিপু, কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক হাফিজুর রহমান কালু, জাবির, মাফি, তাপু, জামির, ডেবিট, ইমরান আহম্মেদ. বিপ্লব ও বুলবুলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।
পরে আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তঃবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ায় আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক শেখ মোহা. আমিনুল ইসলাম জামিন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। জামিন নামঞ্জুরের প্রতিবাদে ছাত্রলীগ তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করেছে।
বাংলাদেশ সময়: ১৭:১৩:০৬ ৩৬১ বার পঠিত