মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪

শীতলক্ষ্যায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার

Home Page » প্রথমপাতা » শীতলক্ষ্যায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪



gazipur-district.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ গ্রুপের অর্ধশতাধিক শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে লিমন হোসেনের (১৯) লাশ উদ্ধার করা হয় বলে উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম জানান। লিমন বাহাদুরসাদী ইউনিয়নের কাজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে প্রাণ গ্রুপের শ্রমিকরা ট্রলারটিতে করে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর এলাকায় নদীর পূর্ব তীরের গুদারা ঘাট থেকে কালীগঞ্জে প্রাণ কারখানার দিকে যাওয়ার পথে সেটি ডুবে যায়।

ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার  বলেন, ট্রলারটি নদীর পশ্চিম পাশের পাড়ে পৌঁছার কিছু আগে পানির ১৫ ফুট নিচে তলিয়ে যায়। এসময় বেশিরভাগ শ্রমিক যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ আছে বলে তীরে আসা শ্রমিকরা জানিয়েছেন।

তবে ঠিক কতো জন নিখোঁজ সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, প্রাণের নিজস্ব ডুবুরিদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে নিখোঁজদের ব্যাপারে নির্দিষ্ট করে বলা যাবে।

খোলা ট্রলারটির এক পাশে অতিরিক্ত যাত্রী বসায় তা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮   ৩৬৪ বার পঠিত