শীতলক্ষ্যায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার

Home Page » প্রথমপাতা » শীতলক্ষ্যায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪



gazipur-district.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ গ্রুপের অর্ধশতাধিক শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে লিমন হোসেনের (১৯) লাশ উদ্ধার করা হয় বলে উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম জানান। লিমন বাহাদুরসাদী ইউনিয়নের কাজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে প্রাণ গ্রুপের শ্রমিকরা ট্রলারটিতে করে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাসাইর এলাকায় নদীর পূর্ব তীরের গুদারা ঘাট থেকে কালীগঞ্জে প্রাণ কারখানার দিকে যাওয়ার পথে সেটি ডুবে যায়।

ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার  বলেন, ট্রলারটি নদীর পশ্চিম পাশের পাড়ে পৌঁছার কিছু আগে পানির ১৫ ফুট নিচে তলিয়ে যায়। এসময় বেশিরভাগ শ্রমিক যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ আছে বলে তীরে আসা শ্রমিকরা জানিয়েছেন।

তবে ঠিক কতো জন নিখোঁজ সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, প্রাণের নিজস্ব ডুবুরিদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে নিখোঁজদের ব্যাপারে নির্দিষ্ট করে বলা যাবে।

খোলা ট্রলারটির এক পাশে অতিরিক্ত যাত্রী বসায় তা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ