রবিবার, ৯ মার্চ ২০১৪

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষণাশিক্ষা সপ্তাহেরপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি

Home Page » আজকের সকল পত্রিকা » উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষণাশিক্ষা সপ্তাহেরপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি
রবিবার, ৯ মার্চ ২০১৪



8dadf942dd0b227b147c02099e1af40b.jpgবঙ্গ-নিউজডেস্ক:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ও গ্রেড বাড়ানো হবে বলেও ঘোষণা দেন।
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। পরে তিনি শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পদক বিতরণ করেন।
প্রসঙ্গত, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৬০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে বেতন-ভাতাতেও উন্নতি হবে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন হবে ছয় হাজার ৪০০ টাকা (গ্রেড-১১)। এতদিন তারা পাঁচ হাজার ৫০০ টাকা মূল বেতন পাচ্ছিলেন। আর প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের মূল বেতন দাঁড়াচ্ছে পাঁচ হাজার ৯০০ (গ্রেড-১২) টাকা। এই পরিমাণ আগে ছিল পাঁচ হাজার ২০০ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, “সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে চাই। আর সেই সোনার বাংলা গড়ার কারিগর আপনারা। কাজেই আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন, যেন বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর সত্যিকার সোনার ছেলেদের হাতে যেন দায়িত্ব দিতে পারি।

বাংলাদেশ সময়: ১৭:২১:৪৮   ৩৮৯ বার পঠিত