শনিবার, ৮ মার্চ ২০১৪

প্রধানমন্ত্রী নারী নির্যাতন প্রতিরোধে ‘১০৯২১’ নম্বরে ফোন করুন

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী নারী নির্যাতন প্রতিরোধে ‘১০৯২১’ নম্বরে ফোন করুন
শনিবার, ৮ মার্চ ২০১৪



image_27278_0.jpgবঙ্গ-নিউজডেস্ক:নারীদের জন্য ন্যাশনাল হেল্প লাইন চালু করেছে সরকার। যেকোনো অপারেটর থেকে ১০৯২১ এই নাম্বারে ডায়াল করে যেকেউ নারী নির্যাতন সম্পর্কে অভিযোগ দিতে পারবেন। পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। নারীদের সহযোগিতায় হেল্প লাইন চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ ও সহযোগিতায় আজ হেল্প লাইন চালু করা হয়েছে। নির্যাতনের আশংকা বা নির্যাতিত যে কোন নারী হেল্প লাইন নাম্বারে অভিযোগ করতে পারবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এশিয়া কাপে ছেলেরা না পারলেও মেয়েরা পেরেছে। তারা পাকিস্তানকে ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে। ছেলেদের চেয়ে ক্রিকেটে এখন নারীরা এগিয়ে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সর্বস্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। সরকার দেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছে। দেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা নারী। সংরক্ষিত আসন ৫০ এ উন্নীত করা হয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি একজন নারী এবং এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম নারী ভিসি নিয়োগ দিয়েছি।
শেখ হাসিনা বলেন, নারীদের দ্বিমাত্রিক দায়িত্ব পালন করতে হয়। এক নিজের পেশার আর দ্বিতীয় সংসারের কাজ করতে হয়, পরিবার গোছাতে হয়। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারে নারীর অধিকারে কথা আছে। সরকার নারীকে গুরুত্ব দিয়েছে। আওয়ামীলীগ সবসময় নারীদের বেশী গুরুত্ব দেয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম ইসলাম গ্রহণ করেন যিনি তিনিও নারী । ইসলামে নারীদের সবাচাইতে বেশী অধিকার দিয়েছে। নারীরা তাদের বাবা ও স্বামী দুই জায়গাতেই তাদের সম্পদের অধিকার রয়েছে। আর এটা ইসলামই দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১৩   ৪৪৭ বার পঠিত