আজ আন্তর্জাতিক নারী দিবস

Home Page » আজকের সকল পত্রিকা » আজ আন্তর্জাতিক নারী দিবস
শনিবার, ৮ মার্চ ২০১৪



image_27237_0.jpgতমালবঙ্গ-নিউজডেস্ক:৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘অগ্রগতির মূলকথা নারী-পুরুষ সমতা’। ১৮৫৭ সালের ৮ মার্চ ঘিরে পালিত হয়ে আসছে দিবসটি। ওই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করার সময় বহু নারী গ্রপ্তোর ও নির্যাতিত হন।ওই ঘটনার সূত্র ধরে ১৮৬০ সালের একই দিনে গঠিত হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’। আরো পরে ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার নারী শ্রমিকদের আরেক দফা আন্দোলনের মুখে আদায় হয় দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতানি্ত্রক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এর পর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে। তবে জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে এ দিবস পালন শুরু করলেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৭৭ সালে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বাংলাদেশসহ বিশ্বের আপামর নারীদের শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে বলেন, সভ্যতার শুরু থেকে সব উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হিসেবে সৃজনশীল ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীসমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। সেদিক থেকে এ বছর নারী দিবসের মূল প্রতিপাদ্য সময়োপযোগী ও যথার্থ। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়টি স্পষ্টরূপে বিধৃত হয়েছে। নারীর অধিকার এবং সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণ ও নারীর প্রতি সব বৈষম্য দূরীকরণে প্রণয়ন করা হয়েছে বিভিন্ন নীতি, বিধিমালা ও কর্মপরিকল্পনা। নারীর সমতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে জাতীয় ও আন্তর্জাতিক নারী জাগরণের অগ্রদূতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ ও নিষ্ঠায় নারীর সম-অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন আজ সর্বব্যাপী হয়েছে। নারীর ক্ষমতায়ন, সমতা এবং উন্নয়নের মূলধারায় পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দরিদ্র, নিরক্ষরতা, সহিংসতা ও শোষণমুক্ত দেশ গড়ায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়া এক বাণীতে বলেন, ‘নারীর অগ্রগতি হলে মানবপ্রগতির সর্বাধিক বিকাশ সম্ভব হবে। এ সত্যটি উপলব্ধি করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করেছিলেন। ফলে যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকারে থাকাকালে আমরা নারীসমাজের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি।

বাংলাদেশ সময়: ৯:০১:৪২   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ