শুক্রবার, ৭ মার্চ ২০১৪

নজর বাংলাদেশের ঃ ভারতের নির্বাচনের দিকে

Home Page » আজকের সকল পত্রিকা » নজর বাংলাদেশের ঃ ভারতের নির্বাচনের দিকে
শুক্রবার, ৭ মার্চ ২০১৪



12108.jpgতমালবঙ্গ-নিউজডেস্ক:ভারতের নির্বাচনের দিকে বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন নজর রাখছেন, তেমনি নজর রাখছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা মনে করেন, ভারতে কোন দল ক্ষমতায় আসবে, তা বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারতের নির্বাচনকে। নির্বাচনকে ঘিরে জরিপ, সেখানকার রাজনৈতিক নেতাদের নির্বাচনী বক্তব্য সব কিছুরই বিশ্লেষণ করছেন তারা। বিশেষ করে বিএনপি ভারতের আগামী নির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে। বিএনপির নীতি নির্ধারকরা বাংলাদেশের গত নির্বাচনে ভারতের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেনি। তারা মনে করেন, কংগ্রেসের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাষ্ট্রের বাইরেও ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক আছে৷ তাই বিএনপি কংগ্রেসকে তাদের জন্য সুবিধাজনক মনে করে না। বিজেপি বিএনপির জন্য ভাল হবে কিনা, তার চেয়ে বড় কথা হল বিজেপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের নতুন সুযোগ সৃষ্টি হবে এমনই মনে করেন বিএনপি নেতারা। আর আওয়ামী লীগ নেতারা মনে করেন, কংগ্রেস ক্ষমতার বাইরে চলে গেলে তারা অগ্রাধিকারের সুবিধা হারাতে পারেন।
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এখনো নিশ্চিত নয় যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসবে। আর কংগ্রেসের সমর্থনে তৃতীয় শক্তি ক্ষমতায় এলেও অবাক হওয়ার কিছু থাকবেনা। তবে নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কে গুণগত কোনো পরিবর্তন না এলেও রাজনৈতিক ভাষার পরিবর্তন হবে। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে বিজেপির বক্তব্য এবং আন্তঃনদী সংযোগ বাস্তবায়নে প্রতিশ্রুতি এরই মধ্যে বাংলাদেশে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আর তা কার্যকর হলে তা নতুন এক পরিস্থিতির সৃষ্টি করবে। বিজেপি ক্ষমতায় এলে বিএনপি দুই দিক থেকে সুবিধা পেতে পারে।
প্রথমত, তারা বলবে ভারতে ডানপন্থীরা ক্ষমতায় এলে বাংলাদেশে কেন পারবেনা ? আর যদি বিজেপি তার ভাষার বাস্তবায়ন করে, তাহলে তারও সুবিধা নেবে বিএনপি। আওয়ামী লীগ রাজনৈতিক দিক দিয়ে কংগ্রেসের যত কাছে, বিজেপি-র তত দূরে। তাই বিজেপি ক্ষমতায় এলে দূরত্বের সংকট তৈরি হতে পারে আওয়ামী লীগের সঙ্গে।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে। ভারতে কোন দল ক্ষমতায় এলো, তাতে এই সম্পর্কের কোনো হেরফের হবে বলে মনে হয়না। আরেকটি দিক হল অর্থনৈতিক। তাতেও নীতি একই থাকবে। তবে বিজেপি ক্ষমতায় এলে কিছু বিষয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ আর সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল। বাংলাদেশে ডান এবং মৌলবাদী রাজনীতি চাঙ্গা হতে পারে।’

বাংলাদেশ সময়: ২২:৫৬:০১   ৪১৭ বার পঠিত