শুক্রবার, ৭ মার্চ ২০১৪
কলমাকান্দায় বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এর উদ্যোগে মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এর উদ্যোগে মানববন্ধনফখরুল আলম খসরু ঃ কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা ঃ জেলার কলমাকান্দায় শুক্রবার বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন দাবী বাস্তবায়নের লক্ষ্যে তিন শতাধিক সরকারী সহকারি শিক্ষক শিক্ষিকা মানব বন্ধন করেছেন। দাবীসমূহের মধ্যে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারন, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে যোগ্যতা ও অভিজ্ঞতানুসারে প্রধান শিক্ষক পদ থেকে পরিচালক পর্যন্ত ১০০% পদোন্নতি প্রদান, আত্মীকরণকৃত বিদ্যালয়ের সকল শিক্ষকদের সহকারি শিক্ষক পদে পদায়ন করে সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সমযোগ্যতা সম্পন্নদের একই শ্রেণী মর্যাদাভূক্ত করণের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ও কমিটির সাধারন সম্পাদক মোশফিকুর রহমান (রুবেল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাহতাব উদ্দিন মহসিন, খলিলুর রহমান, মৃণাল কান্তি বিশ্বাস, শিরিন সাহা, আলামিন, শফিকুল ইসলাম, আলী ইসলাম, টিটু তালুকদার, শ্যামল কান্তি, ফয়েজ উদ্দিন, নিকসন সরকার, আব্দুল হান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২:৩৮:৫১ ৩৮৮ বার পঠিত