বুধবার, ৫ মার্চ ২০১৪

বিশ্বের সেরা খেলোয়াড় হতে মেসির বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই।বলেছেন দিয়েগো ম্যারাডোনা

Home Page » খেলা » বিশ্বের সেরা খেলোয়াড় হতে মেসির বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই।বলেছেন দিয়েগো ম্যারাডোনা
বুধবার, ৫ মার্চ ২০১৪



mero12.jpgচারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির হাতে এখনও ওঠেনি বিশ্বকাপের ট্রফি। তবে তার দেশেরই সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মতে, আর্জেন্টিনা এবার ওই ট্রফি না পেলেও সেরা খেলোয়াড়দের তালিকায় থাকবেন বার্সেলোনার এই তারকা।আর্জেন্টিনার একটি দৈনিক পত্রিকাকে মঙ্গলবার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা বলেন, মেসি যদি ব্রাজিলে বিশ্বকাপ জিততে পারে তাহলে তা আর্জেন্টিনার এবং মেসি ও তার ভক্তদের জন্যে দারুণ একটা ব্যাপার হবে। তবে বিশ্বকাপ না জিততে পারলে যে মেসির সব অর্জন মুছে যাবে, ব্যাপারটা মোটেও তা নয়।

“বিশ্বের সেরা খেলোয়াড় হতে মেসির বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই।”

আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের মাটিতে বসবে এবারের বিশ্বকাপ আসর। তারই প্রস্তুতি হিসেবে বুধবার রোমানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা।

বিশ্বকাপে মোটামুটি সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী বসনিয়া, ইরান ও নাইজেরিয়া।

ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় স্পেন ও জার্মানির সঙ্গে ব্রাজিলকেও অন্যতম ‘ফেভারিট’ মানছেন ম্যারাডোনা। তবে ব্রাজিলের আক্রমণভাগের সামর্থ্য নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তার।

ম্যারাডোনার মতে, ব্রাজিলের রক্ষণভাগের কথা চিন্তা করলে ছয়-সাতটা নাম মনে আসে। কিন্তু আক্রমণভাগে শুধু একজনই, সে হলো নেইমার।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৩   ৩৬০ বার পঠিত