বুধবার, ৫ মার্চ ২০১৪

জুবায়ের হত্যা মামলায় সাক্ষীদের জেরা অব্যাহত……।

Home Page » শিক্ষাঙ্গন » জুবায়ের হত্যা মামলায় সাক্ষীদের জেরা অব্যাহত……।
বুধবার, ৫ মার্চ ২০১৪



index_28127.jpg বঙ্গ নিউজ ডট কমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলায় সাক্ষীদের জেরা অব্যাহত রয়েছে।বুধবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিজামুল হকের আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক আব্দুল মান্নানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী এডভোকেট রেজাউর রহমান।

জেরা শেষে এ মামলায় পরবর্তী সাক্ষিকে জেরা করার জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ক্যাডাররা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুণ্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোক প্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন। এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৫   ৩৯০ বার পঠিত