বুধবার, ৫ মার্চ ২০১৪

খাদ্য সংকট জটিল হওয়ার আশংকা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে

Home Page » আজকের সকল পত্রিকা » খাদ্য সংকট জটিল হওয়ার আশংকা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে
বুধবার, ৫ মার্চ ২০১৪



11870.jpgবঙ্গ-নিউজডটকমঃ জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খাদ্য সংকট জটিল হওয়ার আশংকা দেখা দিয়েছে। জাতিসংঘের স্থানীয় সমন্বয়কারী আবু দাইয়েং গতকাল এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত কয়েক মাস ধরে উগ্র খ্রিস্টানদের হামলায় লাখ লাখ মুসলমান ঘর-বাড়ি ছাড়া হয়েছে।
খাদ্য সংকট সম্পর্কে আবু দাইয়েং বলেন, “আমরা যদি এখনই মনযোগ না দিই তাহলে খুব শিগগিরি দেখব যে, লোকজন খাদ্যের অভাবে মারা যাচ্ছে।” সহিংসতা কবলিত বুয়ার শহর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, “এখনই আমাদেরকে কাজ করতে হবে। বর্ষাকাল শুরুর আগেই ফসলের বীজ বুনতে হবে। এছাড়া, বর্ষাকাল শুরু হলে বেশকিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়বে।”
আবু দাইয়েং জানান, বুয়ার শহরে মারাত্মক অভাব-অনটন বিরাজ করছে। পাশাপাশি লোকজন এতটাই ভীত যে, তারা ঘর-বাড়িতে ফিরতে চাইছেন না। কৃষকরা তাদের কাজে বের হচ্ছেন না। যাদেরকে ফসলের বীজ দেয়া হচ্ছে তারা খাদ্যের অভাবে তা খেয়ে ফেলছেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ডক্টর্স উইদাউট বর্ডার্স এক প্রতিবেদনে বলেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে হাজার হাজার মানুষ ক্যামেরুনে চলে গেছে এবং তারা ভয়াবহ খারাপ অবস্থার মধ্যদিয়ে দিনযাপন করছে।

বাংলাদেশ সময়: ১১:০০:৫৩   ৩৯৬ বার পঠিত