সোমবার, ৩ মার্চ ২০১৪

টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ অস্কারে সেরা

Home Page » এক্সক্লুসিভ » টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ অস্কারে সেরা
সোমবার, ৩ মার্চ ২০১৪



r.jpgবঙ্গ-নিউজ ডটকম: সেরা চলচ্চিত্র হিসেবে ২০১৪ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’।
‘ব্লু জেসমিন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেইট ব্লানচেট। আর ডালাস বায়ার্স ক্লাব চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার গেছে ম্যাথু ম্যাকনয়ির ঝুলিতে।

দশটি বিভাগে মনোনয়ন নিয়ে এবারের অস্কার-দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ‘গ্র্যাভিটি’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিততে না পারলেও সেরা পরিচালকের অস্কারটি ঠিকই নিজের করে নিয়েছেন আলফনসো কুয়ারন।

সেরা সিনেমাটোগ্রাফি ও সম্পাদনাসহ মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ‘গ্র্যাভিটি’।

এবার বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের অস্কার পেয়েছে ইতালির ছবি ‘দ্য গ্রেইট বিউটি’।

সোমবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বরাবরের মতোই জমকালো আয়োজনে ৮৬ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন এলেন ডিজেনার্স।

সারা বিশ্বের কয়েক কোটি মানুষ টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানটি দেখেন।

অন্যান্য বিভাগে অস্কার

সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র): জারেড লিটো (ডালাস বায়ার্স ক্লাব)

সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র): লুপিটা নিওনগো (টুয়েলভ ইয়ারস আ স্লেভ)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ডিজনির সর্বশেষ সিনেমা ‘ফ্রোজেন’

সেরা সিনেমাটোগ্রাফি : গ্র্যাভিটি (ইমানুয়েল লুবেস্কি)

সেরা কস্টিউম ডিজাইন: দ্য গ্রেট গেটসবাই (ক্যাথরিন মার্টিন)

সেরা ডকুমেন্টরি ফিচার: ‘টোয়েন্টি ফিট ফ্রম স্টারডম’

সেরা সম্পাদনা: গ্রাভিটি (আলফনসো কুয়ার্টন, মার্ক সানজির)

বাংলাদেশ সময়: ১১:৪৯:০৭   ৩৯৮ বার পঠিত