রবিবার, ২ মার্চ ২০১৪
‘‘মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়”: পেপ গার্দিওলা
Home Page » খেলা » ‘‘মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়”: পেপ গার্দিওলা(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: মেসির সুনাম শুনে হয়তো ভ্রু কুচকাবেন অনেকেই। কিন্তু যে ব্যক্তিটি তার সুনাম করলেন তিনি খুব সহজে কারো সম্পর্কে মন্তব্য পর্যন্ত করেন না। মেসি বন্দনাকারী সেই মানুষটি হলেন খোদ বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা।
মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে গার্দিওলা। মেসিকে তিনি বলেছেন অস্পর্শী ফুটবল জাদুকর। তাইতো এই বায়ার্ন কোচ কোন ভাবেই তার নিজ দল বায়ার্ন মিউনিখের খেলোয়াড় গটেজের সাথে মেসির তুলনা করেত নারাজ। উল্টো তিনি মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলে আখ্যায়িত করলেন।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ২১ বছর বয়স্ক জার্মান খেলোয়াড় গটেজ। অনেকেই তাকে তুলনা করছেন মেসির সাথে। কিন্তু এ ধরণের কথা মানতে চান না পেপ গার্দিত্তলা।
গণমাধ্যকে তিনি বলেন, “গটেজ ভালো খেলছে, এর মানে এই নয় তিনি মেসির সমমানের খেলোয়াড়। কোন ভাবেই সে মেসির মানের খেলোয়াড় নয়। মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।”
তিনি আরো মনে করেন, ‘‘গোটেজ এখনো শিখছে। সে খুবই ভালো করছে। জার্মানির অন্যতম সেরা উদিয়মান খেলোয়াড়দের মধ্যে গোটেজ অন্যতম। কিন্তু মেসি আছেন অন্য উচ্চতায় সেখানে পৌঁছতে এখনো অনেক পথ বাকী গটেজের।”
বাংলাদেশ সময়: ১২:১৪:৩৭ ৩৯৩ বার পঠিত