রবিবার, ২ মার্চ ২০১৪
মাত্র দুই টাকার জন্য গাজীপুরে লেগুনার এক যাত্রীকে পিটিয়ে হত্যার
Home Page » জাতীয় » মাত্র দুই টাকার জন্য গাজীপুরে লেগুনার এক যাত্রীকে পিটিয়ে হত্যার(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: মাত্র দুই টাকার জন্য গাজীপুরের কালিয়াকৈরে লেগুনার এক যাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ভাড়া দুই টাকা কম দেওয়ার অভিযোগ এনে ওই যাত্রীকে হত্যা করে লেগুনার চালক বাবুল মিয়া ও সহযোগী সোহাগ। এ ঘটনায় পুলিশ লেগুনাসহ তাদের আটক করেছে। নিহত ব্যক্তির নাম সফিউদ্দিন ওরফে সফি। তিনি গাজীপুর সদরের লোহাকৈর এলাকার করিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাকের মাজার রোড এলাকা থেকে গাজীপুরগামী একটি লেগুনায় উঠে কোনাবাড়ী যাচ্ছিলেন সফিউদ্দিন। তেলিরচালা এলাকায় গেলে তাঁর কাছে ভাড়া চায় লেগুনার সহযোগী। এ সময় সফি তিন টাকা বের করে দেন। এতে লেগুনার সহযোগী ক্ষিপ্ত হয়ে আরো দুই টাকা দাবি করে। ওই দুই টাকা নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে লেগুনার চালক ও সহযোগী ওই যাত্রীকে লাঠি নিয়ে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে আশপাশের লোকজন ও লেগুনার অন্য যাত্রীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেগুনার চালক ও সহযোগীকে গ্রেপ্তার করে এবং লেগুনাটি আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।
মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১:৪৪:৪১ ৩৯৪ বার পঠিত