রবিবার, ২ মার্চ ২০১৪

এশিয়া কাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের লড়াই

Home Page » ক্রিকেট » এশিয়া কাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের লড়াই
রবিবার, ২ মার্চ ২০১৪



india-pak-1.jpg(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: এশিয়া কাপে আজ দুপুর ২টায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের লড়াই। দুদলের খেলা মানেই বাড়তি উন্মাদনা। ১২তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এই দু’পরাশক্তি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
মাঠের প্রতিযোগিতায় দু’দলই চাইবে জয় ছিনিয়ে নিতে। তবে দিনের খেলায় যারাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে, জয় তাদের হয়েই কথা বলবে। এশিয়া কাপের অতীত সমীকরণে দু’দলই সমানে সমান।
এযাবৎকালে এশিয়া কাপে ১১টি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-ভারত। পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর চার ম্যাচে জিতেছে পাকিস্তান। দু’টি ম্যাচ অমীমাংসিত ড্র হয়।
তবে ১১তম এশিয়া কাপের সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছে ভারত। ওই ম্যাচে ৩২৯ রানের বিশাল স্কোর গড়েও জিততে পারেনি পাকিস্তান। বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসের কাছে হেরেছে পাকিস্তানিরা। কাজেই আগের আসরের প্রতিশোধ নিতে আজ মরিয়া হয়ে খেলবে পাকিস্তান। দর্শকরাও ছড়াবে উন্মাদনা।

বাংলাদেশ সময়: ১১:৩৯:১২   ৩৯২ বার পঠিত