শনিবার, ১ মার্চ ২০১৪
চীন বাংলাদেশকে সাবমেরিন দেবে
Home Page » আজকের সকল পত্রিকা » চীন বাংলাদেশকে সাবমেরিন দেবেবঙ্গ-নিউজডটকম:পাকিস্তান ও বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রি করবে চীন। শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে চুক্তি হয়েছে।
পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জেনস উইকলির একটি প্রতিবেদেনে বলা হয়েছে, ২০১৪ সালের শেষ নাগাদ পাকিস্তানের কাছে ছয়টি সাবমেরিন বিক্রির চুক্তি সম্পন্ন করবে চীন। পাশাপাশি বাংলাদেশের কাছেও দুই ধরনের সাবমেরিন বিক্রি করবে চীন।
তিনি বলেন, সাবমেরিন কেনার বিষয়ে চীনের সঙ্গে প্রযুক্তিগত বিষয়গুলো সম্পন্ন হয়েছে। এখন তাদের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে।
পার্শ্ববর্তী দেশ ভারত যেসময়য়ে সাবমেরিন-সংকটে আছে সেময়ে চীন বাংলাদেশ ও পাকিস্তানের কাছে সাবমেরিন বিক্রির চুক্তি করেছে।
অন্যদিকে, নিউএজ পত্রিকার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাবমেরিন বিক্রির জন্য বাংলাদেশের সঙ্গে চীনের ২০৬ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন হস্তান্তর করবে চীন।
বাংলাদেশ সময়: ২১:৪২:১৬ ৩৭৬ বার পঠিত